BJP, Mithun, Midnapur, মেদিনীপুরে মিঠুনের রোড শো লক্ষ্য করে ছোঁড়া হল বোতল- ইট- জুতো, অভিযোগের তির তৃণমূলের দিকে

আমাদের ভারত, ২১ মে: আজ মিঠুন চক্রবর্তীর রোড শো-তে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুরে। মিছিল লক্ষ্য করে বোতল, জুতো, ইট ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় হঠাৎই বিজেপির মিছিলে ধেয়ে আসে জল ভর্তি প্লাস্টিকের বোতল, জুতো, এমনকি ইট। দেখা যায় প্রচার গাড়ি থেকেই বোতল না ছোড়ার অনুরোধ করছেন অগ্নিমিত্রা পাল। কিন্তু তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তুমুল উত্তেজনা সৃষ্টি হয় সেখানে।

মেদনীপুরের কালেক্টরেট মোড় থেকে কেরানিতলা পর্যন্ত এই রোড শো হবার কথা ছিল। কিন্তু শেখপুরা রোডের কাছে পোস্টার ব্যানার হাতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সমর্থকরা। তখনই তৃণমূল- বিজেপি কর্মীদের মধ্যে কটুক্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়। কিছুক্ষণের মধ্যেই বিজেপির মিছিল লক্ষ্য করে বোতল ছোড়া শুরু হয়ে যায়।

বিজেপির অভিযোগ, বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী তৃণমূল। শাসক দলের এক যুবনেতার দিকে অভিযোগের আঙ্গুল তুলে বিজেপি নেতাদের বক্তব্য, পুলিশের সামনে তৃণমূল এই কাজ করলেও কোন পদক্ষেপ করা হয়নি। তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। আগামী শনিবার ষষ্ঠ দফায় মেদিনীপুর কেন্দ্রে ভোট। তার আগে বিজেপি প্রার্থীর সমর্থনে মেদিনীপুরে প্রচারে গিয়েছিলেন মিঠুন। তৃণমূলের তরফে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে দলের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *