আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনে অভ্যর্থনার বহরকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার বিরক্তির ছোট্ট প্রতীক (ইমোজি)-সহ তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “একটা জেল খাটা গরু পাচার কান্ডে অভিযুক্তকে জেল খেটে বেরোনোর অভ্যর্থনা জানাতে প্রস্তুত বাংলার তাজা তরুণ/ তরুণীরা। এরাই তো উজ্জ্বল করবে রাজ্য ও দেশের ভবিষ্যত।”
এর সঙ্গে তিনি অপর একটি এক্স হ্যান্ডল পোস্ট করেছেন। কালো প্রেক্ষাপটে বড় হরফে লেখা, “ধন্য কবিগুরুর বোলপুর, বোঝা দায় তিহার জেল থেকে ফিরেছে না অলিম্পিক থেকে পদক জিতে এসেছে”।