Task force, Mejia, সবজির আকাশছোঁয়া দাম রুখতে নজরদারি, মেজিয়া বাজারে টাস্ক ফোর্সের অভিযান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ সেপ্টেম্বর: পর পর নিম্নচাপের জেরে অসময়ের বর্ষায় সবজি ক্ষেত সব জলের তলায়। যার ফলে বহু সবজি নষ্ট হয়েছে। চাষিরা বিরাট ক্ষতির সম্মুখীন। অপরদিকে বাজারে যোগান কমে যাওয়ায় দাম আকাশ ছোঁয়া, যা গৃহস্থের হেঁসেলেও আগুন ধরিয়ে দিয়েছে।

দুর্গাপুজোর বাকি আর মাত্র কটা দিন। এই সময় সবজি বাজারে আকাশ ছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে। ক্রেতাদের অভিযোগ, চাষিদের কাছ থেকে সবজি কিনে আড়তদার যে দামে বিক্রি করছেন এবং আড়তদারের কাছ থেকে খুচরো বিক্রেতা যে দামে কিনছেন তার কয়েক গুণ বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। অভিযোগ পেয়ে বুধবার সাত সকালেই শিল্পাঞ্চলের মেজিয়া সবজি বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।

মেজিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, আমরা এতদিন তলিয়ে দেখিনি। আজ আধিকারিকদের সঙ্গে বাজারের ময়নাতদন্ত করতে এসে দেখলাম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গৃহস্থের কর্তা ব্যক্তিরা যে অভিযোগ করছিলেন তা সঠিক। মলয় মুখার্জি বলেন, দেখলাম পাইকারের কাছে যে সবজির দাম ২০ টাকা খুচরো বিক্রেতা তা বিক্রি করছেন ৫০ বা ৬০ টাকায়। এটা চলতে পারে না। তিনি বলেন, এবার থেকে প্রথমে পাইকারি বাজারে নজরদারির পর খুচরো বাজারে অভিযান চলবে। অস্বাভাবিক কিছু দেখলে আইনানুগ ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স। পাইকারকে প্রতিদিন পন্যের দাম সহ তালিকা টাঙিয়ে রাখতে হবে। তাহলে খুচরো বাজারে কী হচ্ছে বোঝা যাবে।

টাস্ক ফোর্স আধিকারিক উপনীন্দ্র হেমব্রম এদিন মেজিয়ার সবজি বাজারে অভিযানে গিয়ে বলেন, অভিযোগ আসছিল কাঁচা আনাজ, মাছ, মাংস চড়া দামে বিক্রি হচ্ছে। তা সরেজমিনে দেখতেই এদিনের অভিযান। তিনি বলেন, পুজোর মরশুমে যাতে কোনোভাবেই কালোবাজারি না হয় সেদিকে কড়া নজরদারি থাকবে জেলার সবকটি বাজারে। প্রয়োজনে কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিক্রেতাদের সকলকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *