আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বক্রোক্তি করায় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “প্রত্যক্ষ রাজনীতির বাইরে গিয়ে দৃশ্যত এক নাগরিক আন্দোলনের চেহারা নিয়েছিল এই আন্দোলন। তবে সেই আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রশ্ন তুলেছেন, “এত নাটক করে কী লাভ হল?” উদ্দেশ্যপ্রণোদিত না বুদ্ধির অভাব? না কি দুই-ই? আমার আর কিছু বলার নেই।”
প্রসঙ্গত, রাজ্যপালের মেয়াদ শেষে তথাগতবাবু রাজনীতিতে নামার আগ্রহ দেখিয়েছিলেন। সেই সময় দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন তিনি। নেতৃত্ব তাঁকে দলের তৎকালীন রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করতে বলে। তখন সেই পদে ছিলেন দিলীপবাবু। সূত্রের খবর, তিনি চাননি তথাগতবাবুর সক্রিয় রাজনীতিতে আসুন। এবার দিলীপ ঘোষের খোলাখুলি সমালোচনায় নামলেন তথাগত রায়।