আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ থেকে ইলিশ আমদানি শুরু হচ্ছে। এই সিদ্ধান্তের সমালোচনায় সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অনেকে। বহু মানুষ বাংলাদেশের ইলিশ বয়কট করার ডাক দিয়েছেন। তাদের বক্তব্য, যে দেশে হিন্দুদের নিরাপত্তা নেই, সেই দেশের ইলিশ বয়কট করুন। অভিযোগ উঠেছে, এই ইলিশে ফর্মালিন মেশানো হয়েছে। এই আবহে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কাঠমোল্লারা অন্য ধর্মাবলম্বীদের কাছে সাপের চেয়েও ভয়ঙ্কর।”
বুধবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ পূর্ববঙ্গে। আগামীকাল কি পশ্চিমবঙ্গে? হলে আশ্চর্যের কিছু নেই। এদের ভোটের জন্য যারা ল্যা ল্যা করে তারাই হিন্দুর সর্বনাশ ডেকে আনবে।
কাঠমোল্লারা অন্য ধর্মাবলম্বীদের কাছে সাপের চেয়েও ভয়ঙ্কর। এদের একেবারে শেষ করা ছাড়া অন্য উপায় নেই। এটা বুঝেছে ইজরায়েল।”
বিজেপি-র দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্যের একটি সচিত্র পোস্ট এদিন রিপোস্ট করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “বয়কট বাংলাদেশী ইলিশ!” আর তাতেই এই মন্তব্য করেছেন, তথাগত রায়।