Tathagata, Veil system, পর্দাপ্রথার কড়া সমালোচনা তথাগতর

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: পর্দাপ্রথার কড়া সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ থেকে একশো বছর আগে কট্টর মুসলমান দেশ তুরস্কে কামাল আতাতুর্ক পর্দাপ্রথা তুলে দিয়েছিলেন। তারপর ইসলামপন্থী এরদোগান এসেও পর্দা আবার চালু করতে পারেনি। অথচ আমাদের দেশে এখনো মুসলমানদের ১৪০০ বছরের পুরনো ব্যক্তিগত আইন চালু, বহুবিবাহ, তিন তালাক, পর্দাপ্রথা, সবই চলছে।”

এক্সবার্তায় একটি পোস্ট— “পর্দাপ্রথা নিয়ে আলোচনা হওয়া উচিত, কারণ এটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো প্রথার সুবিধা-অসুবিধা বোঝা এবং সবার অভিজ্ঞতা শোনা দরকার। এ ধরনের আলোচনায় মতবিরোধ থাকাটাই স্বাভাবিক, তবে তা যেন সম্মানের সঙ্গে হয়।” এটির প্রতিক্রিয়ায় তথাগতবাবু ওই মন্তব্য করেছেন।

এর আগে, অপর এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “অমানবিক পর্দাপ্রথার বিরুদ্ধে মন্তব্য করা মাত্র কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ) গোষ্ঠী লাফাতে আরম্ভ করেছে। এদের যুক্তি হচ্ছে, পর্দা ছেড়ে দেওয়া মানে নাকি ল্যাংটো হয়ে যাওয়া। তাহলে কি কামাছা পুরুষরা ল্যাংটো হয়ে চলাফেরা করছে?

আমি এদের পুরুষদের চ্যালেঞ্জ করেছিলাম ভাদ্র মাসের গরমে ওরকম একটা চলমান কালো তাঁবুর মধ্যে তিনদিন থাকতে, যাতে তারা মেয়েদের যন্ত্রনাটা বুঝতে পারে। সে বিষয়ে কিন্তু সবাই চুপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *