Amit Shah, Ratan Tata, “নতুন যুগের উদ্যোক্তাদের জন্য অনুকরণের উদাহরণ হয়ে থাকবেন,” রতন টাটাকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: রতন টাটার জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু শনিবার এক্সবার্তায় লিখেছেন, “রতন টাটা’জির জন্ম জয়ন্তীতে, আমরা দূরদর্শী ব্যবসায়ী নেতাকে স্মরণ করি। রতন টাটা’জি তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভারতের ব্যবসায়িক ইকোসিস্টেমকে শক্তিশালী করেছেন এবং তাঁর জনহিতকর উদ্যোগের মাধ্যমে জীবন পরিবর্তন করেছেন। তিনি নতুন যুগের উদ্যোক্তাদের জন্য অনুকরণের উদাহরণ হয়ে থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *