আমাদের ভারত, নদিয়া, ২৮ ডিসেম্বর: বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিকে জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে এবার হরিণঘাটা ব্লকের এক তৃণমূল নেতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করলো হরিণঘাটা থানার পুলিশ।
সূত্রের খবর, গত মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দত্ত পাড়া এলাকা থেকে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে জাল নথি তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মৃগাঙ্ক বিশ্বাস নামে এক তৃণমূল নেতা ও সুব্রত দফাদার নামে তার এক সাগরেদের সন্ধান পায় পুলিশ। আর এর পরই বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে হরিণঘাটা পুলিশ।
যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃত ওই তৃণমূল নেতা। শুক্রবার আনুমানিক বেলা ১টা নাগাদ ধৃতকে কল্যাণী আদালতে পাঠিয়েছে হরিণঘাটা থানার পুলিশ।