আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শিক্ষক-প্রশিক্ষণের মেনুতে চোখ ছানাবড়া শিক্ষকদের। শনিবার এই প্রসঙ্গে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
এদিন একটি দৈনিকে প্রকাশিত খবরের কাটিং যুক্ত করে তিনি এক্সবার্তায় লিখেছেন, “শিক্ষা দান ব্যতীত অন্যান্য কাজেই এখন শিক্ষকদের জোর দিতে হয়। সরকারের নজর এবং পরিকল্পনা সেদিকেই।
স্বভাবতই শিক্ষক শিক্ষণের চাইতে অন্যান্য ক্ষেত্রেই কর্তৃপক্ষের নজর। ভোগের জীবন চর্চায় অভ্যস্ত শিক্ষামন্ত্রী যে রাজ্যে দুর্নীতির দায়ে জেলে থাকেন, সেখানে ১৪৭ ভোগের বরাত আর এমনকি!”