Tahtagata, Mamata ‘ইন্ডি’ জোট নিয়ে মমতার মন্তব্যে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ১৬ মে: ‘ইন্ডি’ জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ মন্তব্যকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন।

তথাগতবাবু লিখেছেন, “মমতা দেওয়ালের লেখা পড়ে ইতিমধ্যেই অসহায় আইএনডিআইএ-কে বিদায় জানিয়েছেন। ঘোষণা করেছেন যে যদি আইএনডিআইএ সরকার গঠন করে (কত আশা!) তিনি শুধুমাত্র বাইরে থেকে সমর্থন দেবেন। আশ্চর্যের কিছু নেই, এমনকি ইঁদুর পর্যন্ত একটি ডুবন্ত জাহাজকে পরিত্যাগ করে।

নির্বাচনে হেরে যাবার পরে আইএনডিআইএ নামক এই ল্যাংড়া জোটের শরিক কেউই হতে চাইবে না। তাই মমতা আগেভাগেই গেয়ে রাখলেন যে তাঁরা জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন। অর্থাৎ এখনই ইন্ডিয়া জোট, বাই-বাই।”

প্রসঙ্গত, বুধবার চুঁচুড়ায় দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভায় তিনি ইন্ডি জোট নিয়ে বড় ঘোষণা করেন। বলেন, লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোট সরকার গড়বে নিশ্চিত ভাবে এবং বাইরে থেকে সব রকম সাহায্য করবেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *