Sikkim প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

আমাদের ভারত, ১৬ মে: সিকিমের প্রতিষ্ঠাদিবস স্মরণ করে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, “রাজ্য প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে শুভেচ্ছা! সিকিম তুষার-বোঝাই পাহাড়চূড়া, ঘন বন এবং জলপ্রপাতে উদ্ভাসিত দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের আশীর্বাদ পেয়েছে। তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে, সিকিমের জনগণ দীর্ঘমেয়াদি জীবনধারা পেয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রাজ্যের উন্নতি ও জনগণের বিকাশ অব্যাহত থাকুক। বজায় থাকুক শক্তির ভারসাম্য।”

প্রসঙ্গত, সিকিমকে রাজ্য হিসেবে বিবেচিত করার জন্য ভারতের সংবিধান সংশোধন করা হয়েছিল। আলাদা একটি দেশ থেকে অন্য একটি দেশের অঙ্গরাজ্য— এটাই ছিল সত্তর দশকে সিকিমের পরিণতি। ১৯৭৫ সালের ১ মে— ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। সিকিমের স্বকীয়তা লোপ পায়, রাজতন্ত্রের অবসান হয়। ভারতের ২২তম অঙ্গরাজ্য হিসেবে আবির্ভূত হয় ওই রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *