Accident, siliguri, শিলিগুড়িতে দুর্ঘটনায় কন্যাযাত্রী বোঝাই গাড়ি, প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ১৫

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৫ মে: বুধবার দুপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কন্যাযাত্রী বোঝাই একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয় অন্তত ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা পুলিশ প্রশাসনের।

ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা এলাকার একটি চিপস কারখানার সামনে ২৭ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন হেলাগছ গ্রামের কয়েকটি পরিবার মিলে বিহারে বিয়ের আমন্ত্রণে যোগ দিতে পণ্যবাহী চারচাকা গাড়ি করে যাচ্ছিলেন। পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। রাস্তার উপরই ছিটকে পড়েন আহত ও নিহতরা। ঘটনাটি দেখামাত্র স্থানীয়রা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। এদিন দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “পিকআপ ভ্যানে করে বিহারে বিয়ে বাড়ি যাচ্ছিল। পিছনে অনেক লোক ছিল। গাড়িটা আচমকা উলটে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। বাকিরাও অনেকটাই আহত হয়েছে। বেশ কয়েকজন শিশুও আহত হয়েছে। তবে প্রত্যেকেই ফাঁসিদেওয়ার হেলাগছের বাসিন্দা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *