সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মে: তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে আগামী ৫ বছরের মধ্যে দেশের বিদ্যুৎ মাশুল কমিয়ে শূণ্যে নামিয়ে আনবেন। দেশের পীড়িত, দলিত মহিলা, যুবা সকলকে সাবলম্বী করে তুলবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা জেপি নাড্ডা। আজ বিকেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে বিষ্ণুপুর লোকসভা আসনে দলীয় প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
এদিন তিনি বাংলা ও হিন্দি ভাষায় সাবলীল ভাবে বক্তৃতা করে উপস্থিত জনতাকে বুঝিয়ে দেন চাল চোর, বালি চোর, শিক্ষক নিয়োগের পান্ডা, গরু পাচারকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার আর থাকবে না। তিনি বলেন, তৃণমূলের স্লোগান মা মাটি মানুষ। কিন্তু বাংলার মানুষ দেখছেন সন্দেশখালির মায়েদের কিভাবে অত্যাচার করেছে শাহজাহান বাহিনী। মাকে ধর্ষণ করতে এদের বুক কাঁপেনি। মাটি গিলে খাচ্ছে মাফিয়ারা। আর মানুষ তোলাবাজির শিকার হচ্ছে। কাটমানি ছাড়া কোনো পরিষেবা পান না। তাই মমতা দিদি আর রবেনা। টিএমসি শেষ হবে।
সৌমিত্র খাঁকে একজন দক্ষ ও দামাল ছেলে বলে সম্বোধন করে তিনি বলেন, সৌমিত্র আমার দোস্ত আছে। ও সংসদে দম দেখিয়ে চোখা চোখা প্রশ্ন তোলেন। স্পীকার সাহেব বলেন, সৌমিত্র দাদা বলুন, আপনি বলুন আপনার রাজ্যের কথা। এমন ছেলেকে বাংলার জন্য পার্লামেন্ট আহ্বান জানাচ্ছে বলে তিনি মন্তব্য করে বলেন, সৌমিত্রর জন্যই বিষ্ণুপুর রেল স্টেশন ৫৬ কোটি টাকা ব্যয়ে মডেল স্টেশন হয়েছে। ওনার জন্যই ৭৮ কোটি টাকা ব্যয় করে রেল ওভার ব্রিজ করে দিয়েছেন মোদীজী। আর মমতা দিদি সব চুরি করছেন। রেশনের চাল পাঠাচ্ছেন, চুরি করছে তৃণমূল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাঠাচ্ছেন, তা করছেন না। তিনি পরিষ্কার বাংলায় বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে বাংলার আবাস যোজনা করছেন, এটা হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে। এই যোজনার হিসেব তিনি দেব না বলছেন।
এদিন তিনি বলেন, ভারত অর্থনৈতিক দেশ হিসেবে বিশ্বে ১১ নম্বরে ছিল। মোদীজী ক্ষমতায় আসার পর তৃতীয় নম্বরে এসেছে। ভ্যাকসিন আবিস্কারে ভারতের চেয়ে জাপান ১০০ বছর আগে ছিল। ম্যালেরিয়ার টিকা আবিষ্কার করেছে ২৫ বছর পর। ডিফথেরিয়ার ভ্যাকসিন আবিস্কার করতে কংগ্রেস সরকার ২৮ বছর সময় নিয়েছিল। আর মোদীজী করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়েছেন মাত্র ৯ মাসে। ১৪০ কোটি ভারতীয়কে ২২০ কোটি ভ্যাকসিন দিয়েছে। ১০০ দেশকে এই ভ্যাকসিন সরবরাহ করেছে আর ৪৮ দেশকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে। এর নাম বিকাশ বলে দাবি করেন তিনি। মোদীজীর ডিজিটাল ইন্ডিয়া স্লোগান কার্যকরী করতে দেব না বলেছিল কংগ্রেস। মমতা দিদি তাদের সঙ্গে সুর মিলিয়েছিলেন। এখন একজন সবজি বিক্রেতাও এর সুফল পাচ্ছেন বলে কংগ্রেসের সমালোচনা করেন তিনি। সিএএ লাগু হবেই বলে তিনি বলেন, মমতা দিদি তো শিশু, বিশ্বের কোনো ক্ষমতা নেই যে একে আটকে দেবে।