Suvendu, Mamata ‘গদ্দারদের জায়গা’, মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোপ দেগে পালটা ভিডিও শুভেন্দুর

আমাদের ভারত, ১৬ মে: “মেদিনীপুরের কাঁথিতে ছিল, গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ দু’ঘন্টার মধ্যে ধরে দিয়েছে।” সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এই মন্তব্যের ভিডিও যুক্ত করে বৃহস্পতিবার তাঁর কাঁথি সফরের প্রাক্কালে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এর পর শুভেন্দুবাবু এর জবাব দিয়েছেন একটি সভামঞ্চে। তিনি প্রশ্ন করেছেন, “মেদিনীপুরের গদ্দার? মেদিনীপুরে আপনারা সকলে গদ্দার? এই মমতা ব্যানার্জির মানসিকতা হচ্ছে কালীঘাটের পূতিগন্ধময় নালার পাশে থাকলে যা হয়, তাই। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না! মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায়, বর্ণপরিচয়ের স্রষ্টা। বিস্ময়বালক ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের ৪০ সেকেন্ডের ভিডিওর সঙ্গে নিজের বক্তৃতার ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও যুক্ত করে এক্স হ্যান্ডলে দিয়েছেন শুভেন্দুবাবু। এই সঙ্গে লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের পবিত্র ভূমিতে পদার্পণ করার আগে স্মরণে রাখা উচিত স্বাধীনতা সংগ্রামী, শহিদ, বিপ্লবী, সমাজ সংস্কারক, বিশিষ্ট লেখক, শিল্পী, প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ মহান ব্যক্তিত্বদের জন্মভূমি ও কর্মভূমি হলো মেদিনীপুর।

শুভেন্দুবাবু লিখেছেন, “এখানকার বাসিন্দাদের পুঁজি হলো স্বাভিমান ও আত্মমৰ্যাদা। যারা এই কথা ভুলে, এই পবিত্র ভূমির উদ্দেশ্যে কু’কথা বলতে দ্বিধা করেন না, তাদের জন্য এখানকার লোকেদের মনে কোনো স্থান নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *