আমাদের ভারত, কলকাতা, ২০ মে: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে মহাভারতের ভীমসেনের তুলনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা আশ্রমের (বহরমপুর নয়) স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজকে দেখলে আমার মহাভারতের ভীমসেনের কথা মনে হয়। সেই রকম অকুতোভয়, সেই রকম তেজোদ্দীপ্ত পুরুষ। ভীমসেন দ্রৌপদীর অপমানের বিরুদ্ধে দুঃশাসনের বুক চিরে রক্তপান করেছিলেন। কার্তিক মহারাজও ওঁর অঞ্চলের নির্যাতিত হিন্দুদের জন্য যতদূর সম্ভব যেতে তৈরী এবং গিয়েছেনও। সংখ্যালঘু ভোটের লোভে যারা জিভ বের করে ল্যা-ল্যা করে তারা তো ওঁর নিন্দা করবেই। কিন্তু উনি এবং ভারত সেবাশ্রম সংঘ নিজেদের তেজে দীপ্যমান হয়েই থাকবেন।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
শনিবার নির্বাচনী সভায় মন্তব্য নিয়ে বিতর্ক ও প্রশ্ন তৈরি হরেছে। তিনি বলেছেন, “সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেক দিন ধরে। কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তাঁরা অনেক দিন ধরে আছে। কিন্তু, যে লোকটা বলেন, আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না। সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সমালোচনার ঝর উঠেছে। রবিবার রাজ্যে ভোটের প্রচারে এসে এই নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পুরুলিয়া এবং বিষ্ণুপুরের জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধুসন্তদের অপমান করার অভিযোগ তুলে সরব হন তিনি। বিষ্ণুপুরের সভা থেকে মোদী বলেছিলেন, ‘‘তৃণমূল সাধুসন্তদের গালিগালাজ করছে। ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘ বিভিন্ন বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাকে গৌরবান্বিত করেছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, সাধুরা এবং এই সংগঠনগুলি দেশকে নষ্ট করছে। আমার অভিযোগ, এখানকার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলিকে গালিগালাজ করছেন। বদনাম করছেন। হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক ভেবেচিন্তে এই কথা বলানো হয়েছিল। ভোটব্যাঙ্কের জন্য সাধুদের অপমান করা হচ্ছে।’’