Chuknagar, Hindu একফোঁটা চোখের জল ফেলুন এদের জন্য,’ চুকনগরের হিন্দুনিধন দিবস স্মরণ করলেন তথাগত

আমাদের ভারত, ২০ মে: ”আপনি হয়তো জানেন না। আজ ২০মে, চুকনগর দিবস।” এই মন্তব্য করে এই বিশেষ দিবস স্মরণ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন,
“একটি নিরস্ত্র নিরপরাধ নিরীহ অসহায় জনগোষ্ঠীর আন্দাজ দশ হাজার মানুষকে, যাদের মধ্যে ছিল প্রচুর নারী ও শিশু, ১৯৭১ সালে এই দিনটিতে সাবেক পূর্ব পাকিস্তানের খুলনা জেলার চুকনগর গ্রামে গণহত্যা করেছিল পাকিস্তানী সৈন্যবাহিনী। এরা কারোর কোনো ক্ষতি করেনি, এদের একমাত্র অপরাধ ছিল এরা হিন্দু। জড় হয়েছিল, প্রাণের ভয়ে, মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ভারতের বসিরহাটে পালাবার উদ্দেশ্যে। পাকিস্তানপন্থী বাঙালি মুসলমান রাজাকাররা এই খবর যশোরে পাকিস্তানী সৈন্যঘাঁটিতে পৌঁছে দেয়। তারপরে নির্বিচারে গুলি চলে। গুলি শেষ হয়ে যাবার পর সৈন্য ও রাজাকারেরা পিটিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে বহু হিন্দু হত্যা করে। পাশ দিয়ে বহমান ভদ্রা নদীর জল লাল হয়ে গিয়েছিল হিন্দুর রক্তে।

এরা ছিল আমার-আপনার মতই বাঙালি হিন্দু। একফোঁটা চোখের জল ফেলুন এদের জন্য।

এই কাহিনী লিপিবদ্ধ করেছেন বাংলাদেশের প্রাতঃস্মরণীয় উদারপন্থী লেখক মুনতাসির মামুন। তাঁকে প্রণাম জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *