Tathagata, ‘teacher recruitment corruption’, ‘শিক্ষক নিয়োগের দুর্নীতি’ এবং ‘প্রতারণার রাজত্ব’ নিয়ে তোপ তথাগতর

আমাদের ভারত, ৪ মে: শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। এই দুর্নীতি নিয়ে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, শিক্ষক নিয়োগের পাহাড় প্রমাণ দুর্নীতি এখন কলকাতা হাইকোর্ট পার হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। সেখানে এসএসসি নানা প্রশ্নের সম্মুখীন হয়ে কোণঠাসা অবস্থায় আছে। শিক্ষামন্ত্রী ও তাঁর রক্ষিতা থেকে শুরু করে গোটা শিক্ষা দপ্তরই জেলের ভাত খাচ্ছে। আর পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এসএসসি এখন ডিগবাজি খাচ্ছে।

ছোটবেলায় পড়া নীহার গুপ্তের গোয়েন্দা কিরীটি রায় প্রায়ই বলত, crime does not pay, অপরাধ করে শেষপর্যন্ত কোনো লাভ হয় না। এই সত্যটা বুঝতে মমতা ও তাঁর সরকারের এখনও বাকি আছে।

অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “পুরো রাজত্ব চলছে প্রতারণা ও দোষারোপের উপর। নন্দীগ্রামে ভোটের আগে মাননীয়া এক রহস্যময় চোট খেয়ে হুইলচেয়ারে ঘুরলেন। তাও হেরে গেলেন। হাইকোর্টের সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না- “ওরা তো হাইকোর্ট কিনে নিয়েছে”। তারপর সন্দেশখালি ঢাকবার জন্য রাজ্যপালকে ফাঁসাবার এই চক্রান্ত! আমাদের কপাল!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *