Tathagata, Sukanta, হিন্দুদের ঘরে অস্ত্র রাখা নিয়ে সুকান্তর মন্তব্যে সায় তথাগতর

আমাদের ভারত, ২০ জানুয়ারি: হিন্দুদের ঘরে অস্ত্র রাখা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে তরজা অব্যাহত। সোমবার তাঁর মন্তব্যকে সমর্থন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

রবিবার হুগলির কুন্তিঘাটের রাম মন্দিরের উদ্বোধনে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “হিন্দুরা বাড়িতে ধারালো অস্ত্র রাখুন।” এর প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, “একজন জঙ্গি যে ভাষায় কথা বলে উনিও সেই ভাষায় কথা বলছেন।” এরপর আসানসোলে এসে ফিরহাদ হাকিমকে জবাব দেন সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, “হাতে অস্ত্র রাখলেই কেউ কি জঙ্গি হয়ে যায়! তবে কি দেব-দেবীরাও জঙ্গি?”

সোমবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “সুকান্ত মজুমদার যে বলেছেন ছেলেকে ভাল হিন্দু বানান, বাড়িতে অস্ত্র রাখুন, তাতে কিছু পাতি লেড়ের গোঁসা হয়েছে। বেশ করেছেন সুকান্ত।

আমাদের দেশের আইন এটা অনুমোদন করে। এর নাম right of private defence। অবশ্য এগুলো তো মাদ্রাসায় পড়ায় না, ওরা আর জানবে কোত্থেকে? মুসলিম আইনজ্ঞ যাঁরা আছেন তাঁরা জানেন, তাঁরা এ বিষয়ে বিবৃতি দিলে ভাল হত।”

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, “রাজ্যে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি নিজের ধর্ম-সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান৷ কিন্তু আগে ভালো হিন্দু বানান। যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আমরা কাউকে আক্রমণ করতে যাই না। কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার সবার আছে। পুলিশ আসা পর্যন্ত বাঁচতে হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বিএসএফ নামাবেন, সেই পর্যন্ত আপনাকে বাঁচাবে কে? দিদির পুলিশ বাঁচাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *