Tathagata Roy, Bangladesh, ভারতের সঙ্গে তুলনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক হাত তথাগতর

আমাদের ভারত, ২০ জানুয়ারি: ভারতের সঙ্গে তুলনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক হাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বাংলাদেশ আর তাদের আব্বু পাকিস্তানের মুদ্রাস্ফীতি – দু’জনেরই দশ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। সবই তাদের আল্লাহের দান।”

অপর একটি এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “ভারতীয় রুপি ডলারের তুলনায় এক-দেড়টাকা কমেছে, বর্তমানে ছিয়াশির মত। বাংলাদেশি টাকা পড়েছে এবং পড়ছে – বর্তমানে ১২১ টাকা। আর বাংলাদেশের বর্তমান আব্বু পাকিস্তানের রুপি ২৭৮। বাংলাদেশের জিহাদিপনা ও পাকিস্তান-প্রেম করে সাড়ে বারোটা যে বেজে গেছে, তা মিয়ারা এখনো বুঝতে পারছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *