Tathagata, Dr. Yunus, ভারত নিয়ে উক্তি, ডঃ ইউনুসকে সংযত থাকার বার্তা তথাগতর

আমাদের ভারত, ১০ আগস্ট: মুহাম্মদ ইউনুসের ‘উদ্ধত উক্তি’ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তথাগতবাবু লিখেছেন, “ইউনুস সাহেব নোবেলজয়ী বটে, কিন্তু তিনি রাজনীতির ‘র’ জানেন এরকম কোনো প্রমাণ পাইনি। যতদিন তিনি এই প্রমাণটা না দেখাচ্ছেন ততদিন ভারত বা মিয়ানমার সম্বন্ধে কোনো উদ্ধত উক্তি না করাই শ্রেয়। করলে পরে ওঁকে বিপদে পড়তে হতে পারে, নিজের উক্তি গিলে খেতে হতে পারে।”

ইউনুস দায়িত্ব নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী বার্তা দেন ‘হিন্দুদের রক্ষা করুন’। আবার ডঃ ইউনুস এক সাক্ষাৎকারে বলেন যে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায়, তাহলে ভারত-সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। তাঁর উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের একটি দৈনিকের প্রতিবেদনের শিরোনাম লেখা হয়, “দেশ অস্থিতিশীল হলে তা মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্সেও ছড়াবে।” সেই উক্তি বিকৃত করে একাধিক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। যেখানে তাঁকে উদ্ধৃত করে লেখা হয়, “বাংলাদেশের দিকে চোখ-রাঙালে ভারতের সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না।” তবে, তিন দিন আগে প্যারিস থেকে তিনি কলকাতার এক সংবাদমাধ্যমকে শেখ হাসিনাকে সমর্থন করায় নরেন্দ্র মোদী এবং ভারতের প্রতি গভীর উষ্মা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *