আমাদের ভারত, ১০ আগস্ট: শনিবারও সামাজিক মাধ্যমে ভেসে আসছে বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার নানা টুকরো ভিডিও। শুক্রবার সন্ধ্যায় এই সব হিংসার প্রতিবাদে ঢাকায় বড় জমায়েত হয়েছে। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন, মানবাধিকার আন্দলনের মুখ প্রিয়া সাহা, ভারতের প্রাক্তন রাজ্যপাল প্রমুখ এই সব ভিডিও ছড়িয়ে দিচ্ছেন নেটনাগরিকদের বৃহত্তর পরিসরে।
বাংলাদেশে লাগাতার সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে রাজধানীর শাহবাগে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ওই সময় এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিকের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল করা হয়। নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো- ১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। ২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। ৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
বিক্ষোভের আগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তাঁরা মানব বন্ধন করেন। মানববন্ধন শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগে আসেন তাঁরা।
বাংলাদেশের একটি সংবাদ সংস্থার ভিডিওতে বগুড়ায় কির্তনীয়া পুষ্প মাতাজির বাড়িতে হামলা, লুটপাট, ভাঙ্গচুর দেখানো হয়েছে। শনিবার তথাগতবাবু সেটি পুনরায় ছড়িয়ে দিয়েছেন।