আমাদের ভারত, নদিয়া, ১০ আগস্ট: চাকদা পুলিশের তৎপরতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন এক ব্যবসায়ী। বাঁচাও বাঁচাও চিৎকার শুনে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা তাড়া করে ৪ অপহরণকারীকে গ্রেফতার করলো চাকদা থানার পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় চাকদা পুলিশ লক্ষ্য করে একটি মারুতি ভ্যান দ্রুত গতিতে যাচ্ছে এবং তার ভিতর থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে এক ব্যক্তি। আর এর পরেই চাকদা থানার পুলিশ ওই মারুতি ভ্যানটিকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার তাড়া করে চাকদা- বনগাঁ রোডে ধরে ফেলে। উদ্ধার হয় অপহৃত ব্যক্তি। ঘটনায় শুক্রবার রাতেই অপহরণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে চাকদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত চার জন হলো বিশ্বজিৎ রায়, গৌতম সরকার, নরোত্তম সরকার ও দুলাল মন্ডল। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ ও রসুলপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আর্থিক লেনদেন সম্পর্কিত বিবাদের জেরেই এই অপহরণের ঘটনা। শনিবার ধৃতদের কল্যাণী আদালতে পাঠিয়েছে চাকদা থানার পুলিশ। যদিও তাদের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা।