Strike, BSMC Hospital, আরজিকরের ঘটনায় ক্ষোভ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ আগস্ট: আরজিকর কান্ডের রেশ ছড়িয়ে পড়লো বাঁকুড়ায়।কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মহলে। আজ সকাল থেকেই হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এমার্জেন্সি ছাড়া সমস্ত কাজকর্ম বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন।যার ফলে জরুরি পরিষেবা ছাড়া আউটডোর সহ হাসপাতালের সমস্ত কাজ স্তব্ধ হয়ে পড়েছে।

আজ সকালে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা হাতে পোস্টার নিয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের দাবি আরজিকর হাসপাতালের ঘটনায় যুক্ত ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। একই সঙ্গে তারা সমস্ত হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও বাঁকুড়া হাসপাতালে যাতায়াতের রাস্তায় পুলিশি ব্যবস্থার দাবি জানান।

হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষি মুখার্জি বলেন, আরজিকরের ঘটনায় জুনিয়র ডাক্তারদের মত সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভ রত জুনিয়র ডাক্তারদের দাবির পক্ষে সহমত পোষণ করে তিনি বলেন, জুনিয়র ডাক্তার থেকে ডাক্তারি পড়ুয়া সকলেরই দায়িত্ব হাসপাতালের। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *