TMC, Dantan station, জগন্নাথ এক্সপ্রেসকে দাঁতন স্টেশনে দাঁড় করানোর দাবি, রেললাইন অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: জগন্নাথ এক্সপ্রেসকে দাঁতন স্টেশনে দাঁড় করাতে হবে, এই দাবি তুলে শনিবার রেললাইন অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র সংগঠন সহ তৃণমূল। এদিন কলেজ থেকে মিছিল সহকারে ছাত্রছাত্রীরা দাঁতন স্টেশন চত্বরে পৌঁছায়। তারপর রেল অবরোধ শুরু করে তৃণমূল ছাত্র সংগঠন সহ তৃণমূল কর্মীরা। তার জেরে আপ ইস্টকোস্ট, হায়দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস এবং পরে ডাউন লাইনে মালগাড়ি ও এক্সপ্রেস সহ দাঁড়িয়ে গেল আপ ও ডাউনের একাধিক ট্রেন। যার কারণে চুড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের আগে পুরি-হাওড়া জগন্নাথ এক্সপ্রেস দাঁতন স্টেশনে দাঁড়াতো। লকডাউন চলাকালীন জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু করোনা মিটে গেলে আজও সেই জগন্নাথ এক্সপ্রেস দাঁতন স্টেশনে দাঁড়ায় না। এই স্টেশনের উপর নির্ভর করে থাকে দাঁতন ১, ২ ও মোহনপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন। কিন্তু ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২২ কিলোমিটার দূরে বেলদা অথবা জলেশ্বরে এগিয়ে ট্রেন ধরতে হচ্ছে দাঁতনবাসীকে। আর এই দাবিতে বিগত প্রায় দুই বছর ধরে বিভিন্ন জায়গায় দরবার করে আসছে দাঁতনের সংগঠন।

এই দাবি তুলে আজ দাঁতনে প্রায় সাড়ে এগারোটা থেকে রেল অবরোধ শুরু হয়। অবরোধের জেরে স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়ন করা হয় জিআরপিএফ ও বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল ও পুলিশের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *