পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে অবস্থানে বসল জুনিয়ার ডাক্তাররা। এদিন প্রথমে এমার্জেন্সি বিভাগের সামনে, তার কিছু পরে হাসপাতাল সুপারের অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থানে সামিল হয় তারা।
তবে জুনিয়ার ডাক্তারদের তরফে জানানো হয় যে, যতদিন পর্যন্ত না আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চালু থাকবে। একমাত্র এমার্জেন্সি খোলা থাকবে।