আমাদের ভারত, ১০ আগস্ট: চিকিৎসকদের হাতে লেখা একাধিক নথি পেশ করে হাসপাতালে ছাত্রীর মৃত্যু নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শনিবার সুকান্তবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “লাশ গুনতে গুনতে বাংলার মানুষ আজ ক্লান্ত।”
তিনি লিখেছেন, “পার্ক স্ট্রিট, হাঁসখালী, কামদুনির মতো ‘ছোট’, ‘তুচ্ছ’ ঘটনায় মৃতা নির্যাতিতাদের তালিকায় সংযুক্ত হলো আরও একটি নাম। অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে আসা হাসপাতাল ক্যাম্পাসেই পৈশাচিক কায়দায় দীর্ঘ নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হলো আরও একটি ‘বাংলার মেয়ে’ – কে।
পশ্চিমবঙ্গের দায়িত্ববান একজন নাগরিক হিসেবে মাননীয়া ব্যর্থ মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন, আপনার সরকারের অপদার্থতায় বাবা মায়ের আর কত কোল খালি হবে? আর কত বাংলার মেয়ের নিথর দেহ দেখলে আপনি স্বস্তি পাবেন? লাশ গুনতে গুনতে বাংলার মানুষ আজ ক্লান্ত!”
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল। শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে। তাঁদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবাও ব্যাহত হচ্ছে।