পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ১৯৪২ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতছাড়ো আন্দোলন গর্জে উঠেছিল ৯ আগস্ট অর্থাৎ আজকের দিনে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গান্ধী মুক্তির পাদদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৮২তম ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করা হলো।
উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ যুব তৃণমূল ও তৃণমূল নেতা কর্মীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একাধিক বক্তব্য রাখেন যুব তৃণমূল সভাপতি।