পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: শুক্রবার বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের উদ্যোগে একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে, সেই মতো এদিন মেদিনীপুর শহরের প্রদ্যুত স্মৃতি ভবনে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, জেলার সমস্ত বিধায়ক সহ জেলার সভাধিপতি প্রতিভা মাইতি, এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সহ একাধিক জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
এই দিন বিভিন্ন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।