Sukanta, Kolkata লন্ডনের কথা বলে কলকাতাকে আফগানিস্তান-কাশ্মীর বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, মমতাকে খোঁচা সুকান্তর

আমাদের ভারত, ২৫ মে: সপ্তম দফা ভোটের আগে মঙ্গলবার কলকাতায় আছেন নরেন্দ্র মোদী। উত্তর কলকাতায় তার রোড শো হবে। তার আগেই কলকাতার একাধিক জায়গা ২ মাস ধরে ১৪৪ ধারা জারির করার নোটিশ দিয়েছেন নগরপাল। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে তিনি দাবি করছেন, দুমাস ধরে ১৪৪ ধারা জারির কেবল কাশ্মীরে হয়। তাঁর কথায় মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানানোর কথা বলে আফগানিস্তান-কাশ্মীর বানিয়ে দিয়েছেন।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন। ৫ দফায় যে ধরনের ভোট হয়েছে তাতে বিজেপির জয় নিশ্চিত। এরপর ২৮মে প্রধানমন্ত্রীর রোড শো করার কথা। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে প্রধানমন্ত্রীর রোড শো শুরু হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে। ফলে মুখ্যমন্ত্রী বুঝেছেন, যদি প্রধানমন্ত্রী এভাবে রোড শো করেন তাহলে মুখ্যমন্ত্রীর আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।”

সুকান্ত মজুমদারের দাবি, এই কারণেই ১৪৪ ধারা জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। কটাক্ষ করে বিজেপি নেতা বলেছেন, “আমাদের আশ্চর্য লাগছে মুখ্যমন্ত্রী এক সময় কথা দিয়েছিলেন লন্ডন হবে কলকাতা। কিন্তু এখন দেখছি, কলকাতা আফগানিস্তান হয়ে গেছে। কাশ্মীর হয়ে গেছে। দু মাস ধরে ১৪৪ ধারা ভারতবর্ষের কোথাও কি হয়? কাশ্মীর ছাড়া ভারতবর্ষের আর কোথাও এরকম হয় না। আজকে কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল, কলকাতাকে মুখ্যমন্ত্রী কাশ্মীর বানিয়ে দিয়েছেন।”

পুলিশের জারি করা এই নোটিশের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “৫ দফার ভোটের পর জনগণের মন বুঝে মুখ্যমন্ত্রী ভীত। মরিয়া চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর রোড শো বন্ধ করতে। তার জন্য কলকাতায় ১৪৪ ধারা জারি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জেনে রাখুন কোনও অশুভ কৌশল বিজেপিকে থামাতে পারবে না। ”

কিন্তু এরই পরে ১৪৪ ধারা জারির পুরনো একটি নির্দেশের কপি পোস্ট করে কলকাতা পুলিশের বক্তব্য, “ডালহৌসি এবং ভিক্টোরিয়ার আশেপাশে নিয়মিত ১৪৪ ধারা জারি থাকে, এটা নতুন কোনও বিষয় নয়। তাই দয়া করে বিভ্রান্তিগত তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *