আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ মে: এক তৃণমূল নেতার বাড়িতে নকল মদ তৈরি কারখানার হদিস পেল জলপাইগুড়ি আবগারি বিভাগ। কয়েক ঘন্টা অভিযান চালিয় প্রায় ৬ কোটি টাকার স্পিরিট সহ নকল মদ তৈরির সামগ্রী উদ্ধার করল আবগারি বিভাগের বাহিনী। এই মদ খেলে শারীরিক সমস্যা হতে পারে বলে দাবি।
উত্তরবঙ্গে সাম্প্রতিক কালে এত বড় বেআইনি মদের কারবারের হদিশ পায়নি আবগারি দফতর বলে দাবি। লোকসভা ভোটের বিধিনিষেধ থাকার পরেও বলাই বাহুল্য আবগারি দফতরের বড়সড় সাফল্য। ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি এলাকায় নিরঞ্জন রায়ের বাড়িতে রমরমিয়ে মদ তৈরির কারখানা চলছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল। নকল মদ পৌঁচ্ছে যেত জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে, এছাড়া রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বিহার সহ বিভিন্ন রাজ্যে। শুক্রবার জলপাইগুড়ি জেলার আবিগারি বিভাগের অফিসাররা চ্যাংমারির কাজল দিঘি এলালায় অভিযান চালায়।
জানা গিয়েছে, বাড়িতে ভুয়ো মদের কারবার চালিয়ে যাচ্ছিলো নিরঞ্জন রায়। তাঁর স্ত্রী আইসিডিএস কর্মী। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্পিরিট, নকল লেভেল, মদ প্যাক করা বোতল, মোটর বাইক সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। ৬ গাড়ি বেআইনি মদ উদ্ধার হয়েছে।
আবগারি বিভাগের উত্তরবঙ্গের অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার সুজিত দাস বলেন,”ময়নাগুড়ির নিরঞ্জন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৫ কোটি ২০ লক্ষ টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে; যা সাম্প্রতিক কালে সবচেয়ে বড় অভিযান। আমরা মদের বোতল সহ নকল লেবেল পেয়েছি। আধুনিক পাঞ্চিং মেশিন, বোতলের ছিপি সহ বিভিন্ন উপাদান উদ্ধার হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। সকলে পলাতক। এই মদ খেলে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে।”