পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: নির্বাচন কমিশনের আশ্বাসে অবস্থান প্রত্যাহার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে আজ সন্ধে থেকে অবস্থানে বসেন অগ্নিমিত্রা পাল।
বিজেপি নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেপ্তার, ভয় দেখানোর প্রতিবাদে শুক্রবার সন্ধে ৭টা থেকে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থানে বসেন অগ্নিমিত্রা পাল। ১৪৪ ধারা জারি থাকায় কোনো কর্মী সমর্থক ছাড়া একাই প্ল্যাকার্ড হাতে অবস্থানে বসেন তিনি। দীর্ঘ দেড় ঘন্টা অবস্থানে বসার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দেখে অগ্নিমিত্রা পালকে নির্বাচন কমিশন থেকে ফোন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রাত সাড়ে ৮টা নাগাদ অবস্থান প্রত্যাহার করেন বিজেপি প্রার্থী।