সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি:
করোনা আবহে দর্জিরা আজ বেকার। দীর্ঘদিন কাজ না থাকায় অনাহারেই দিন কাটছে কয়েকশো পরিবারের। বারবার সকারের দরজায় করা নাড়িয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে চার দফা দাবি নিয়ে শহরজুড়ে প্রতিবাদ মিছিল বের করল উত্তর ২৪ পরগনার হাবড়ার দর্জি শ্রমিক সংগঠন। পরে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
শ্রমিকদের অভিযোগ, লকডাউনের ফলে প্রচুর দর্জি বেকার হয়ে পড়েছে। ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হতে বসেছে। বারবার সরকারি দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি তাই বাধ্য হয়ে এই প্রতিবাদ মিছিল।এদিন দর্জি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হাবরার চোংদামোড় থেকে এক মিছিলের করে হাবরা ১ নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।এরপর বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন।চার দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন হাবড়ার ১ বিডিও জয়ন্ত দে’র কাছে। শ্রমিকদের দাবি, তাদের মাসিক ভাতা সুরক্ষা,
ছেলে- মেয়েদের পড়াশোনার জন্য
সুবিধা, এছাড়াও স্বাস্থ্য বীমা সহ চার দফা দাবি নিয়ে
বিডিও অফিসে কয়েকশো মহিলাসহ দর্জি শ্রমিকরা ঘেরাও করেন এবং ৭ জনের প্রতিনিধি দল একটি স্মারকলিপি বিডিওর হাতে দেয়।