আমাদের ভারত, ২০ জানুয়ারি:জলপাইগুড়ির ধুপগুড়িতে পথদুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পথদুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন মোদী। একইসঙ্গে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দু লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। মোদীর ঘোষণার পর রাজ্য সরকারের তরফেও আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
জানা গেছে মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ধুপগুড়িতে জলঢাকা সেতুর কাছে বরযাত্রীর গাড়ির উপর উল্টে যায় পাথর বোঝাই করা ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের। মৃতদের মধ্যে চারজন শিশুও রয়েছে।
বুধবার সকালে ধুপগুড়ির ময়নাতালি এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। এরপর ঘটনার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠাচ্ছেন বলে জানান তিনি। এরমধ্যেই প্রধানমন্ত্রী দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাগ্রস্ত লরিটি খুব খারাপ অবস্থায় ছিল ও ওভারলোডেড ছিল। সম্ভবত সেই কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন । তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।