সাথী দাস, পুরুলিয়া, ২০ জানুয়ারি: প্রধানমন্ত্রীর ঘোষণার পর পরই ধূপগুড়িতে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে একটি প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই এই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন তিনি।
বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ১৪ জনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। মৃতদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও তিনটি শিশুও রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন। তিনি লেখেন- জলপাইগুড়ির ধুপগুড়িতে ঘটা পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন ক্ষতিপূরণ ঘোষণা করেন মোদী। মৃতের পরিবার পিছু ২ লাখ টাকা ও যাঁরা আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।