সুশান্ত ঘোষ, হাবড়া, ২০ জানুয়ারি: সাত সকালে মাছ ধরতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি উত্তর ২৪ পরগনা হাবড়া থানার
কামারথুবা শিশু উদ্যানের। মৃত যুবকের নাম বিপ্লব ঘোষ (২৪)।
পরিবার সূত্রে জানা যায়, লকডাউনের পর থেকে বিপ্লবের মাছ ধরার নেশা হয়েছিল। রোজকার মতো এদিনও সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় বিপ্লব। তারপরে থেকে তার আর
কোনও খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোকেরা বিভিন্ন
জায়গায় খোঁজ খবর নিতে
থাকে।এরই মধ্যে তার মামা দেখতে পায় পাশের একটি পুকুরে
ভাসছে একটি দেহ। তাকে পুকুর থেকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা
করেন।
পরিবারের কাছ থেকে জানা যায়, মৃত বিপ্লব ঘোষের
মৃগি রোগ ছিল।তাই মাছ ধরতে গিয়ে হয়তো জলে পড়ে গিয়ে এই
দুর্ঘটনা ঘটেছে।এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।