সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ নভেম্বর: ট্যাব কেলেঙ্কারির ছায়া বাঁকুড়াতেও। জেলার ১০টি স্কুলের ৪৭ জন পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের টাকা জমা হয়েছে অন্যের অ্যাকাউন্টে।বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে সোরগোল পড়ে গেছে। যদিও শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দ্রুত ওই টাকা ফেরানোর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষেত্রে টাকা ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
রাজ্যজুড়েই ট্যাব কেলেঙ্কারির ঘটনা সামনে আসছে। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন প্রকল্পের’ অধীন এই বরাদ্দ নিয়ে খোঁজ খবর করতেই জানা যায়, অন্য জেলাগুলির পাশাপাশি বাঁকুড়াতেও পড়ুয়াদের একাংশের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে।ইতিমধ্যে সারা জেলার ১০টি স্কুলের ৪৭ জন পড়ুয়ার ক্ষেত্রে এমন বেনিয়ম সামনে এসেছে।
জানাগেছে, বাঁকুড়ার নিত্যানন্দপুর হাইস্কুলের ২০ জন ও সিমলাপাল মঙ্গলময়ী বালি বিদ্যামন্দিরের ১৭ জন পড়ুয়ার জন্য বরাদ্দ টাকা অন্যত্র জমা পড়েছে। এছাড়াও জগদল্লা গোড়াবাড়ি এমজিএস বিদ্যালয় এবং বিষ্ণুপুর কে এম হাইস্কুলের দু’জন করে পড়ুয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এছাড়া অনেক স্কুলের একজন করে পড়ুয়ার প্রাপ্য ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। এই বিষয়টি জানাজানি হতেই জেলাজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে এর দায় কার? বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সরকারের আমলে সবেতেই কেলেঙ্কারি। নতুন সংযোজন ট্যাব কেলেঙ্কারি।
এটা কোনো নতুন কিছু নয়।এদিকে জেলাজুড়ে বিতর্ক তীব্র হতেই তড়িঘড়ি টাকা ফেরাতে উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর।