পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: ২১ সালে ঝাড়গ্রাম জেলায় বিধানসভা ভোট গ্রহণের পরের দিন ভোর রাতে ১২ বছর আগে ঘটে যাওয়া রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে বাড়ি থেকে গ্রেফতার করে। ওই মামলায় বছর দেড়েক আগে শর্তসাপেক্ষে হাইকোর্ট থেকে জামিন পায় ছত্রধর মাহাতো। এই শর্ত অনুযায়ী তিনি জামিন পেলেও নিজের জেলা ঝাড়গ্রাম এছাড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই পাঁচটি জেলাতে তিনি যেতে পারবেন না বলে শর্ত জারি করেছিল হাইকোর্ট। সম্প্রতি তিনি সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি রবিবার ঝাড়গ্রাম জেলায় পৌছোবেন। শুক্রবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন কর্মসূচিতে ঝাড়গ্রামে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেখানে ছত্রধর মাহাতোর মুক্তি পাওয়ার প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে তৃণমূলের খুনি নেতা বলে কটাক্ষ করলেন।