আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি:
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এবং রায়গঞ্জ মহিলা থানায় পরিচালনায় রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে এই স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, ডিএসপি প্রসাদ প্রধান, ডিএসপি গোবিন্দ শিকদার, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ জেলার বিভিন্ন সমাজ কল্যান মূলক প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।