বাঁকুড়ায় জলের ট্যাঙ্ক ভেঙ্গে পড়ায় নির্মীয়মান সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, বাঁকুড়া, ১২ ফেব্রুয়ারি: জল সরবরাহ শুরু হওয়ার তিন বছরের মধ্যে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ট্যাঙ্ক ভেঙ্গে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে সংশ্লিষ্ট এজেন্সিকে ঐ ট্যাঙ্ক পুনঃনির্মান ও সেই সংস্থার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে নির্দেশ দেন। চলতি বছরের ২২ জানুয়ারি জেলার সারেঙ্গায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের একটি জলের ট্যাঙ্ক ভেঙ্গে পড়ে। তারপর জেলা ছাড়িয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা রাজ্যেই। আর এই ঘটনায় নির্মাণকারী সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করতেও নির্দেশ দেন। তবে জেলার একশো দিনের কাজ সহ বেশ কিছু প্রকল্পের সুনাম করে সন্তুষ্টি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *