আমাদের ভারত, ২০ সেপ্টেম্বর: গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বন্যায় যাতে কোনো ভিন রাজ্যের গাড়ির বা কোনো ব্যক্তির ক্ষতি না হয় তাই ঝাড়খণ্ড বর্ডার আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। হঠাৎ করে এমন নির্দেশে ঝাড়খণ্ড বর্ডারে দাঁড়িয়ে পড়েছে সার সার পণ্য বোঝাই লরি। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বরানগরে এক অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই নির্দেশ প্রত্যাহার করার দাবি জানান। আর তা না হলে প্যারা মিলিটারি নামিয়ে অবরোধ তোলার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।
এদিন তিনি সাফ জানিয়ে দেন যে, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রাজ্যের প্রধান মন্ত্রী ভাবছেন, তাই ঝাড়খণ্ড বর্ডারে হাজার হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। এই লরি দাঁড়ানোর ফলে একসাথে অনেকগুলি রাজ্যের বাণিজ্য সমস্যায় পড়ছে। নাগপুর হয়ে যে পেঁয়াজ আসে এবং দেশের বিভিন্ন প্রান্তে যায় সেখানে যেতে পারছে না। ফলে সামগ্রী নষ্ট হচ্ছে। আজ দু’টোর মধ্যে ন্যাশনাল হাইওয়ে অবরোধ মুক্ত না করলে আমি নীতিন গড়কড়ি, রাজ্যপাল এবং অমিত শাহকে বিষয়টি নিয়ে চিঠি লিখবো, যাতে আধা সামরিক বাহিনী নামিয়ে এই অবরোধ তুলে দেওয়া হয়।