Suvendu, BJP, বাঘাযতীন-কাণ্ডে যাদবপুরে শুভেন্দুর সমাবেশ ও পথ পরিক্রমা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

আমাদের ভারত, কলকাতা, ১৮ জানুয়ারি: বাঘাযতীনে বাড়ি হেলে যাওয়া কাণ্ডের প্রেক্ষিতে যাদবপুরে সমাবেশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও কলকাতার মেয়রের গ্রেফতারেরও দাবি করলেন।

বিজেপি-র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “দুর্নীতিগ্রস্ত পৌর-প্রতিনিধি ও দলদাস পুলিশের যোগসাজশে অবৈধ প্রোমোটাররাজ ও বেআইনি বহুতল আবাসন নির্মাণে দুর্নীতির প্রতিবাদে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও কলকাতার মেয়রের গ্রেফতারের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে ভেঙ্গে পড়া বাড়ি পরিদর্শন করে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী”।

সমাবেশে ভাষণ দেওয়া ছাড়াও এলাকায় পথ পরিক্রমায় অংশ নেন শুভেন্দুবাবু। সঙ্গীদের হাতে ছিল বিজেপি-র পতাকা এবং নানা শ্লোগান-সম্বলিত পোস্টার। ‘ভারতমাতা কী জয়’, ‘জয় শ্রীরাম’, ‘অবৈধ প্রমোটার রাজের বিরুদ্ধে লড়তে হবে এক সাথে’, ‘কাটমানির সরকার আর নেই দরকার’, ‘বেআইনি নির্মাণ, কার স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব দাও’, ‘সিন্ডিকেটের সরকার আর নেই দরকার’, ‘কলকাতার মেয়রের গ্রেফতার চাই, প্রভৃতি নানা ধরণের শ্লোগান দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *