সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়, ১৮ জানুয়ারি: চুরির অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ট্রলি সহ ট্রাক্টর উদ্ধার করলো বাঁকুড়া পুলিশ। সেই সাথে চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়।
শালতোড়া থানার পুলিশ সূত্রে জানাগেছে যে, ডেমরামোল গ্রামের বাসিন্দা মাধব চন্দ্র মাঝি গত ১৭ জানুয়ারি লিখিত অভিযোগ করেন যে গত বৃহস্পতিবার রাতে তার বাড়ির সামনে রাখা ট্রলি সহ একটি ট্রাক্টর দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গেছে। এই অভিযোগের পর শালতোড়া থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে আটক করে ট্রাক্টর উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।মাধববাবুর বক্তব্য, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও তার বাড়ির সামনে ট্রলি সহ ট্রাক্টরটি রাখেন। সেখান থেকে সেটি চুরি হয়ে যায়। চুরি যাওয়া ট্রাক্টরটি ফিরে পেতে আমি পুলিশের দ্বারস্থ হই। পুলিশের তৎপরতায় ট্রাক্টর ফেরৎ পেয়ে খুশি মাধববাবু।