আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৮ জানুয়ারি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন দাদা। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন ভাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কামারখুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভূধর মণ্ডল (৬২)। বাড়ির পাশেই একটি পৈতৃক জায়গা নিয়ে দাদা ও ভাইপোদের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। ওই জায়গা ব্যবহার করতেন ভূধর। দিন কয়েক থেকে ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে দাদা, ভাই এবং ভাইপোরা। শুক্রবার অশান্তির মাত্রা বেড়ে যায়। সেই সময় দাদা অর্ধেন্দু মণ্ডল আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভাই ভূধরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সেই মানসিক চাপ সহ্য করতে পারেননি ভূধর। ফলে শনিবার সকালে বাড়ির মধ্যে কীটনাশক খেয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অর্ধেন্দুবাবুর পরিবারের অধিকাংশ সদস্য গা ঢাকা দিয়েছেন। বাড়ির মহিলারা মুখ খুলতে চাননি।
ভূধরের মেয়ে পিঙ্কি রানী মণ্ডল বলেন, “সামান্য এক টুকরো জায়গার জন্য বাবাকে প্রাণ দিতে হল। আমরা সবার শাস্তি চাই।”