Snatching, Parkcircus, পার্কসার্কাসে ছিনতাইয়ের টাকা উদ্ধার, ধৃত ৩

আমাদের ভারত, কলকাতা, ১৮ জানুয়ারি: পার্কসার্কাসে ছিনতাই হওয়া টাকার একাংশ উদ্ধার হয়েছে বলে শনিবার দাবি করেছে কলকাতা পুলিশ। ঘটনায় ধৃত ৩।

সোমবার দুপুরে ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে কড়েয়া থানা চত্বরে। সিএসটিসি এবং একটি নামী পোশাক বিপণি থেকে প্রায় ১২ লক্ষ টাকা নগদ সংগ্রহ করেছিলেন ক্যাশ কালেক্টর অফিসার। পোশাক বিপণি থেকে বেরিয়ে গাড়িতে টাকা রাখতে যাচ্ছিলেন। পাশেই এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীও ছিলেন। কিন্তু তারপরেও ঘটে গেল অঘটন। অভিযোগ, বাইকে চেপে দুষ্কৃতীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের চারটি দল তদন্ত শুরু করে।

শনিবার সামাজিক মাধ্যমে কলকাতা পুলিশ ছবি-সহ দাবি করে, “কড়েয়া থানার (সাউথ ইস্ট ডিভিশন) কেস নং ১২/২০২৫: কোয়েস্ট মলের কাছে ১১.৮৬ লক্ষ টাকা ছিনতাইয়ের সঙ্গে সম্পর্কিত কেসটি কড়েয়া থানা উদঘাটন করেছে। এই কেসের সঙ্গে জড়িত ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১০.৬ লক্ষ নগদ টাকা। অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *