পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: আগামী নির্বাচনকে সামনে রেখে মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মিসভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপা লাহা, দোলন হাজরা সহ অন্যান্য মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা।