Suvendu Adhikari, Ghola, শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির ঘোলা থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ আগস্ট: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশি নিগ্রহের প্রতিবাদ এবং আর জি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবি জানিয়ে শুক্রবার রাজ‍্যজুড়ে থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি।

এই কর্মসূচির অংশ হিসেবে নির্যাতিতা ডাক্তার তরুণী তিলোত্তমার বাড়ি পানিহাটির ঘোলা থানার অন্তর্গত হওয়ায় সেই ঘোলা থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সেই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য বিজেপির নেতা এবং কর্মী সমর্থকরা।

এদিন প্রথমে শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিজেপি কর্মীরা মিছিল করে ঘোলা থানার দিকে এগোতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। ঘোলা থানার আগেই তাদের আটকে দেওয়া হয়। তখন বিরধী দলনেতা ওখানেই সভা করেন। এই সভা থেকে শুভেন্দু অধিকারী আরজিকরের ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নির্যাতিতার মৃতদেহ সৎকারের সময় ঘোলা থানার পুলিশের থাকার কথা থাকলেও কলকাতা পুলিশের আধিকারিকরা এবং বিধায়ক নির্মল ঘোষ অতি উৎসাহের সাথে উপস্থিত ছিলেন কেন সেই নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।

এদিন তিনি স্পষ্ট করে বিজেপি দলের সিদ্ধান্ত জানিয়ে বলেন, রাজ্যে যে ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে বিজেপি যেমন আন্দোলন করছে তেমন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *