আমাদের ভারত, ২৩ আগস্ট: দ্রুততার সঙ্গে আর জি করের নির্যাতিতার দাহকাজ সারতে কেন শ্মশানঘাটে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা নির্মল ঘোষ গিয়েছিলেন, কেন পদস্থ পুলিশ কর্তার হাজিরার প্রয়োজন হয়েছিল, তা খতিয়ে দেখতে সিবিআই-এর দৃষ্টি আকর্ষণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শ্মশান ঘাটে সক্রিয় নির্মলবাবুর ছবি-সহ
শুক্রবার সন্ধ্যায় শুভেন্দুবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “এটা একটা সাধারণ জ্ঞানের বিষয় যে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষিত এবং খুন হওয়া পিজিটি চিকিৎসককে তাড়াহুড়ো করে দাহ করা হয়েছিল। পুলিশ শ্মশানের কার্যক্রম তদারকি করছিল এবং শ্মশানে লাশটির কাজ শেষ করার জন্য একটি অসাধারণ তাড়া ছিল।
শ্মশানটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে অবস্থিত হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ নিজে উপস্থিত ছিলেন। এটা আশ্চর্যজনক। তড়িঘড়ি দাহকার্যে শ্মশানে দুই আইসি সহ কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি অভিষেক গুপ্ত (আইপিএস) তত্ত্বাবধানে ছিলেন। পুরো কাজের তদারকি করছিলেন রাজ্য পুলিশের ডিজি।
সিবিআইয়ের সদর দফতর এই ব্যক্তিদের জড়িত থাকার এবং তাঁদের উদ্দেশ্য অনুসন্ধান করুন। কেন এত রাখঢাকের প্রয়োজন হয়েছিল? এবং শীর্ষ স্তরের পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয়েছিল? তার কারণ উদঘাটনে সাহায্য করতে পারে।”