পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ আগস্ট: কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সন্ধ্যায় কোলাঘাটের বাঁকাডাঙ্গায় এক প্রতিবাদ কর্মসূচি ও মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে সামিল হন নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক শুভাশিস মন্ডল, তাপস নায়ক, দীপঙ্কর জানা, স্বপন জানা প্রমুখ। নারায়ণবাবু ন্যক্কারজনক ঐ ঘটনার প্রতিবাদে সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।