Exhibition কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচার–এ ৬ দিনের শিল্পকলা প্রদর্শনী

আমাদের ভারত, কলকাতা, ২৪ আগস্ট: বেঙ্গল আর্ট ফ্যাক্টরি আয়োজিত ১৯৫ তম জাতীয় শিল্পকলা প্রদর্শনী শুরু হবে কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট এন্ড কালচার এ । এই প্রদর্শনীটি চলবে ২৭ সে আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।

প্রদর্শনী উদ্বোধন করবেন রামমোহন মিশনের সভাপতি এবং রামমোহন মিশনের হাই স্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস। ICCR প্রাক্তন ডিরেক্টর গৌতম দে সহ অনেক গুনিজন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ৫০ জন চিত্রশিল্পী, ভাস্কর এবং আলোক চিত্রশিল্পী তাদের শিল্পকলা নিয়ে প্রদর্শন করবেন। বহু পেশাদার এবং উদীয়মান শিল্পীর কাজের সমন্বয় প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে জল রং, এক্রেলিক, তেল রং, মিক্স মিডিয়া, চারকোল, গ্রাফাইট ও কাঠ সহ নানা ধাতুর ভাস্কর্য প্রদর্শিত হবে। আলোকচিত্র, ফ্যাশন ফটোগ্রাফি এই প্রদর্শনীর উল্লেখযোগ্য অঙ্গ।

চিত্রশিল্পীদের মধ্যে মুর্শিদাবাদ থেকে সৌমেন দত্ত, পশ্চিম মেদিনীপুরের মনোজ সামন্ত কাঠের ভাস্কর্য, চিত্রশিল্পী অমিত ব্যানার্জি বিমূর্ত চিত্র, ডক্টর জয়তি সেনগুপ্ত জলরঙের কাজ, চিত্রশিল্পী তনিমা ভট্টাচার্য্য মাদুর্গার উপর পটচিত্র এবং উত্তরবঙ্গের চিত্রশিল্পী প্রীতম বসাক তৈল রং এর কাজ উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

মুর্শিদাবাদের চিত্রশিল্পী সৌমেন দত্ত জানান, আমার এক্রিলিক ও মিক্সড মিডিয়া অর্থাৎ চারকোল ও সফটপ্যাস্টেল দিয়ে কাজ থাকবে। এই প্রদর্শনীতে কিভাবে সে আমন্ত্রণ পেল জানতে চাইলে বলেন, আমার ছবি এই সংস্থার উদ্যোক্তা কিংকরবাবু সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন সেখান থেকেই আমার আমন্ত্রণ আসে। আমার ভীষণ ভালো লাগছে যে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এলাকা থেকে একজন গ্রাম্য শিল্পী হিসাবে অংশগ্রহণ করতে পারছি। এই ধরনের উৎসাহ পেলে পরবর্তীতে আরোও ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাব।

বেঙ্গল আর্ট ফ্যাক্টরি উদ্যোক্তা কিঙ্কর ব্যানার্জি বলেন, বিভিন্ন জেলার বহু গরিব ও মেধাবী উদীয়মান শিল্পীর মূল্যবান কাজ এই প্রদর্শনীতে স্থান পেতে চলেছে। এই সংস্থা তাদের আর্থিকভাবেও সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *