Jama Masjid, High Court, সম্ভলের জামা মসজিদে সমীক্ষা হবে, মুসলিম পক্ষের দাবি খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টেও

আমাদের ভারত, ১৯ মে: উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদে সমীক্ষা না করার আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। এইক্ষেত্রে নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদে সমীক্ষার যে আবেদন হিন্দু পক্ষ জানিয়েছিল তার পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট।

গত বছর ১৯ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় দাবি করা হয়, শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙ্গে তৈরি হয়েছিল। এই মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদে সমীক্ষার নির্দেশ দেন। গত বছরের ২৪ নভেম্বর সরকারি আধিকারিকরা সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে এবং তাতে চারজনের মৃত্যু হয়।

এলাহাবাদ হাইকোর্টে ৫০০ বছরের পুরনো মসজিদটিতে সমীক্ষার নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে মামলা করেছিল সম্ভল শাহি জামা মসজিদ কমিটি। আবেদনে তারা জানায়, খুব তাড়াহুড়ো করে আগাম নোটিশ ছাড়াই সমীক্ষার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। তারা আরো দাবি করে, ইতিমধ্যে দুবার মসজিদে সমীক্ষা হয়েছে।একবার হিন্দু পক্ষের মামলার দিনেই, তারপর ২৪ নভেম্বর, যেদিন হিংসা ছড়ায়। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রঞ্জন আগরওয়ালের সিঙ্গেল বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রাখে।

মসজিদ কমিটির আবেদনের শুনানিতে হিন্দু পক্ষ নিজের দাবি থেকে নড়েনি। আইনজীবী হরিশংকর জৈন বলেন, ১৫২৬ সালে হরিহর মন্দিরের একাংশ ভেঙ্গে মসজিদটি তৈরি হয়েছিল। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বা এএসআই, আদালতে জানিয়েছে, মসজিদটিকে কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে মনোনীত করা হয়েছে। যাকে জনসাধারণের উপাসনা স্থান হিসেবে চিহ্নিত করা যায় না।কারণ এই ধরনের দাবির পক্ষে কোনো সমর্থনকারীর রেকর্ড নেই।

উল্লেখ্য, ইতিমধ্যে আদালতে মুখ বন্ধ সার্ভিস রিপোর্ট জমা দিয়েছে নিম্ন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *